Science Therapy

ভিন্নরকম পাঠশালার উদ্যেগে Skill Development কর্মশালার আয়োজন

                 সুখবর!!                      

                               সুখবর!!
প্রিয় শিক্ষার্থীরা ভিন্নরকম পাঠশালার উদ্যেগে Skill Development কর্মশালার আয়োজন করা হয়েছে ১৫ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার। পড়াশুনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীরই Co- Curriculum Activities Skill থাকা অব্যশই আব্যশক।যার জন্য এই Skill Development কর্মশালার আয়োজন।সুশিক্ষিত, আত্ননির্ভরশীল জাতি গড়তে এই ধরনের কর্মশালা প্রত্যেক শিক্ষার্থীর জন্য আব্যশক।আসন সংখ্যা সীমিত।
প্রতিটি  আসনের জন্য প্রতি শিক্ষার্থীকে দিতে হবে ৫০ টাকা ও  প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।
যা যা থাকছে এই কর্মশালায়-
১)Computer Basic, E-mail,Offic Basic Suit,Internet ,Facebook, ICT ইত্যাদি বিষয়ে Merits & Demerit আলোচনা ও নিজস্ব এক্যাউন্ট তৈরি।
২)ক্যারিয়ার মোডিবেশনাল ভিডিও ক্লাস।
৩) How to learn study to different way (Tips & Short cut tecnic)
৪)এছাড়াও রয়েছে ভিন্নধর্মী ভিডিও প্রতিবেদন যা পাল্টে যাবে তোমার জীবন।
#কিছু পেতে হলে কিছু দিতে হয়-----কেন এই ৫০ টাকা :
জানা যাক কেন এই টাকা? এই ৫০ টাকাই ব্যায় হবে ভিন্নরকম পাঠশালা উন্নতির জন্য। প্রতিটি কর্মশালার টাকা দিয়ে ভিন্নরকম পাঠশালার যে যে কাজে লাগানো হবে তা দেওয়া হলো-
১)ভিন্নরকম পাঠশালার বৃক্ষ রোপণ অভিযান। ২) ভিন্নরকম লাইব্রেরী উন্নয়ন। ৩) কর্মশালার যন্ত্রপাতি এর জন্য।
কর্মশালা সময়সূচী: সকাল-৭.৩০ মি. (অগ্নিবীণা ব্যাচ)
সকাল-৯.৩০ মি.(সাম্যবাদী +চেলেরঘাট মেয়ে)    সকাল-১১.০০ মি.(প্রলয়শিখা ব্যাচ)
বিকাল-৪.০০মি.(বিদ্রোহী ব্যাচ+চেলেরঘাট ছেলে)
বি:দ্র=> যারা ভিন্নরকম একাডেমিক কেয়ার শিক্ষার্থী না, তারাও অংশগ্রহণ করতে পারবে। যদি ছেলে হয় তাহলে বিদ্রোহী ব্যাচের সাথে আর মেয়ে হয় তাহলে প্রলয়শিখা বা অগ্নিবীণা ব্যাচের সাথে।
প্রবেশপত্র সংগ্রহের শেষ সময়সূচী:  ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
=> প্রবেশপত্র ছাড়া কেউ অংশগ্রহন করতে পারবে না।
#ভিন্নরকম করার....কিছু প্রয়াস। #আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।
                                            নিবেদক
                                       মর্তুজা ও মিলন

                                      ভি.      এ.     কে
Powered by Blogger.