Science Therapy

"বিদ্রোহী ফাউন্ডেশন" লক্ষ্য ও উদ্দেশ্য:




বিদ্রোহী ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য:

বিদ্রোহী ফাউন্ডেশন একটি সামাজিক স্বেচ্ছাসেবা ও উন্নয়নমূলক সংগঠন। আধুনিক সমাজ গড়ার রক্ষ্যে ও সমাজের কুসংস্কার, সমাজের সকল ভেদাভেদ দূর করার জন্য বিদ্রোহী ফাউন্ডেশনসামান্য প্রয়াস।
#বিদ্রোহী ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ:
(ক) শিক্ষা
(খ) স্বাস্থ্য
(গ) দারিদ্য বিমোচন
(গ) ধর্ম
(ঘ) ক্রীড়া
(ঙ) সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কাজ





☞☞
(ক) শিক্ষা: উৎসাহ মূলক শিক্ষা বৃৃত্তি, শিক্ষা সহযোগীতা ও শিক্ষা উন্নয়ন,শিক্ষা জরীপ, স্কুল শিক্ষার উৎসাহ প্রদান, গণশিক্ষা ও দারিদ্রতা দূরীকরন, শিক্ষার্থী ও অভিভাবক সম্মেলন ও মা সম্মেলন।
(খ) স্বাস্থ্য:
ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং, গরীব ও অসহায় রোগিদের বিনামূল্যে ঔষধ বিতরণ,একশত ভাগ স্যানিটেশন নিশ্চিত করা।
(গ) দারিদ্য বিমোচন:
শীতার্থদের শীত বস্ত্র বিতরণ, ত্রাণ বিতরণ, ও মহিলা ও বেকারদের সাবলম্বী হবার প্রশিক্ষণ প্রদান
(গ) ধর্ম :
ইফতারী প্রদান, ইসলামিক সভা
(ঘ) ক্রীড়া :
দুই ঈদ সহ বছরে বিভিন্ন দিবস গুলোতে খেলাধুলার আয়োজন করা এবং আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
(ঙ) সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কাজ:
বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ, শিশু নির্যাতন ও শিশু শ্রম প্রতিরোধ,বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে স্থানীয় সরকারের প্রতিনিিধদের দারস্থ্য এবং উল্লেখ্য সমস্যা সমাধানের ব্যবস্থা করা, স্থানয়ি সরকার প্রতিনীধি ও নাগরিক সম্মেলন

No comments

Powered by Blogger.