Science Therapy

পরিমিতি সুপার সাজেশন এসএসসি ২০২১


Khan Edu Care 
বিষয়- গণিত
পরিমিতি
১) একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 56 সেমি ও 86 সেমি। একটি লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 10 সেমি ও 13 সেমি ও উচ্চতা 6 মিটার।
ক) পাইপের বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত?
খ) এক ঘনসেমি লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত?
গ) ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 13 সেমি ও 19 সেমি হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?



২) একটি রম্বসের ক্ষেত্রফল 1344 বর্গ সেমি এবং একটি সিলিন্ডারের আয়তন 2262 ঘনসেমি।

ক) সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র লিখ
খ) রম্বসের বৃহত্তম কর্ণ 56 সেমি হলে পরিসীমা কত?
গ) সিলিন্ডার উচ্চতা 20 সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত?





৩) ABCD একটি সামন্তরিক।এর সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 12সে.মি এবং 8 সে.মি।  ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 10 সে.মি।
ক) উপরের তথ্যের ভিত্তিতে চিত্র আঁক?
খ) সামন্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য কত?
গ) সামন্তরিকের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল কত?


৪) একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সে.মি এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 কোণ উৎপন্ন করে।
ক) বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় কর?
খ) একটি বর্গর ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান হলে বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য কত?
গ) বৃত্তটিতে অন্তলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।
পরিমিতি সাজেশন
চেনা হোক প্রতিটি মুখ,শিক্ষার আয়না।

No comments

Powered by Blogger.