Science Therapy

সফলতা উপায়সমূহ!


যখন আপনি হেরে যান, ভেঙ্গে পড়েন, ব্যর্থ হন, কষ্টের যন্ত্রণায় রাতে বালিশ ভেজান, তখন আপনার মনে হয় পৃথিবীতে আপনিই একমাত্র দুঃখী। মনে হতে পারে, আল্লাহ আপনাকেই সকল দুঃখ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে একজন ব্যক্তিরও সাধ্য নেই আপনাকে দুঃখ দেয়ার, কারো সাধ্যও নেই আপনাকে সুখে রাখার। আপনি দুঃখে আছেন আপনার চিন্তার কারণে। যিনি সুখে আছেন তার সুখে থাকার কারণও তার চিন্তা। ঘটে যাওয়া ঘটনাকে কে কিভাবে দেখছে মুলত সেটাই নির্ধারণ করে দেয় আপনার অনুভুতিতে সুখ থাকবে নাকি দুঃখ থাকবে।
কখনো ভেবে দেখেছেন আপনি নিজেকে আদৌ সম্মান করেন কি-না? কেউ যখন বলে "এসব তোমাকে দিয়ে হবেনা", তখন আপনি ভেঙে পড়েন। আপনি যখন বড় স্বপ্ন নিয়ে সামনে এগোতে থাকেন, ঠিক তখনই যখন কেউ বলে "ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখোনা ", ঠিক তখনই ভাঙ্গা কাঁচের টুকরার মত আপনার স্বপ্নটাও মুহুর্তের মধ্যে ভেঙে যায়। একবার কোনো কাজে হেরে যাওয়ার পর যখন কেউ আপনাকে দীর্ঘশ্বাস ফেলে বলে "সব কি আর সবার দ্বারা হয়", তখন আপনি ধরেই নেন আপনার দ্বারা হবেনা। একবার ভেবে দেখুনতো আপনি আসলে নিজেকে, নিজের স্বপ্নকে একবারও প্রাধান্য দিয়েছেন কিনা! আপনাকে তো পরিচালিত করছে নেগেটিভ লোকগুলো। অথচ আপনার পুরো লাইফটাই আপনার সিদ্ধান্তের উপর দাঁড়াবে।
এক ছেলে পাথরের আংটি নিয়ে যখন মাছের বাজারে গেল সেটা বিক্রি করতে, তখন ক্রেতা জিজ্ঞেস করলো দাম কত। সে হাতের ৫টি আঙুল দেখালো। মাছ বিক্রেতা ভাবল ৫টাকা। পাথরের একই আংটি নিয়ে সে যখন স্বর্ণের দোকানে গেল, তখন স্বর্ণকার দাম জিজ্ঞেস করায় সে আবার হাতের ৫টা আঙুল দেখালো। স্বর্ণকার তখন বললো - ৫ হাজার টাকা? ছেলেটি উত্তর না দিয়ে এবার পাথরের দোকানে গেল যেখানে হীরাও পাথর বিক্রি হয়- তখন ঐ পাথরের দোকানের মালিক আংটির দাম জিজ্ঞেস করায় ছেলেটি আবার হাতের ৫ টি আঙুল দেখালো। তখন তিনি বললেন- ৫ লাখ টাকা? ছেলেটি এবার উত্তর না দিয়ে বাসায় ফিরে গেল। কী বুঝলেন? পাথরের একই আংটির মূল্য একেকজন একেকভাবে নিয়েছে। আপনাকে কে কতটুকু মুল্যায়ন করবে সেটা নির্ভর করছে কে কতটুকু নিজে মুল্যবান তার উপর। কেউ আপনার ভাল কাজকে অবমুল্যায়ন করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে বুঝে নিবেন, তিনি নিজেই অবমুল্যায়িত ঐ গল্পের মাছ বিক্রেতার মত।
হারতে হারতেও যারা আরেকবার জিততে চায়, পড়ে যেতে যেতেও যারা আরেকবার উঠে দাঁড়াতে চায়; তারা সত্যিই একদিন দৌঁড়ায়, তারা সত্যিই একদিন জিতে যায়। আপনি হার মানলেই কেবল হেরে যাবেন, নয়তো আপনাকে হারানোর সাধ্য কার?
পৃথিবীতে কত মানুষকে দেখলাম, কত মানুষের ইতিহাস পড়লাম; কিন্তু বিনা সমালোচনায়, বিনা ট্র্যাজেডিতে, বিনা কষ্টে কাউকে সফলতার সবচেয়ে উঁচু আসনে যেতে দেখিনি। যখন থেকে এসব জেনেছি তখন থেকে ধরেই নিয়েছি কেউ আমাকে নেগেটিভ বলছে? তার মানে আমি সফল হব। কেউ আপনাকে নেগেটিভ বলছে? তার মানে আপনিও সফল হবেন। কেউ আপনার সমালোচনা করছে? তার মানে আপনি সফল হবেন। আপনি অনেকবার হেরে গেছেন? চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন? তার মানে লেগে থাকলে আপনিও সফল হবেন।
কারণ উপরের সব নেগেটিভ ঘটনা প্রত্যেক সফল ব্যক্তির সাথে ঘটেছে। আর যদি এসব আপনার সাথেও ঘটে, তাহলে বুঝতে হবে আপনি সফলতার সঠিক রাস্তায় আছেন। যেকোনো সময় গন্তব্যে পৌঁছে যাবেন।

_____ধীরাজ রায়


চেনা হোক প্রতিটি মুখ,শিক্ষার আয়না।

No comments

Powered by Blogger.