Science Therapy

SSC Suggestion 2019 Physic


এসএসসি-২০১৯
 সাজেশন -২০১৯
পদার্থ -৫ম ও ৭ ম অধ্যায়
১) 200g ভরের একটি আয়তকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে 24 cm2 ও 3cm। কেরোসিনের বস্তুর ওজন 1.4 N। উল্লেখ্য যে, কেরোসিনের ঘনত্ব 800 kgm-3
ক) প্লবতা কাকে বলে?
খ) নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা সহজতর কেন?
গ) বস্তুটির উপাদানের ঘনত্ব কত?
ঘ) প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কি? বিশ্লেষণ করো।
২) ২০ বর্গসেমি ক্ষেত্রফল ও ১০ সেমি উচ্চতাবিশিষ্ট একটি বস্তুর বাতাসে ও পানিতে ওজন ৯.৮ ও ৭.৮৪ নিউটন।
ক) আর্কিমিডিসের সূত্র লিখ?
খ) কোনো বস্তুর ভাসা ও নিমজ্জনের শর্তগুলো লিখ।
গ) বস্তুর উপাদানের ঘনত্ব কত?
ঘ) উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা-গাণিতিকভাবে যুক্তি দাও
৩)


ক) বিকৃতি কাকে বলে?
খ) টরিসেলির শূন্যস্হান বলতে কি বুঝ?
গ) PQ তলে প্রযুক্ত চাপ কত?
ঘ) উদ্দীপকের তথ্য আর্কিমিডিসির সূত্র কে সমর্থন করে কি? গাণিতিক যুক্তি দাও।
৪) মর্তুজার হাতে ২০০ গ্রাম ভরের এবং ২৫০ ঘনসেমি আয়তনের একটি বল ছিল।হঠাৎ বলটি পুকুরে পানিতে পড়ে গেল। পুকুরটির পানির গভিরতা ছিল 3m.
ক) রবার্ট হুকের স্থিতিস্হাপকতা সূত্রটি লিখ?
খ) 250 J কাজ বলতে কি বুঝ?
গ) পুকুরটির তলদেশে পানির চাপ কত?
ঘ) বলটি পানিতে ডুবে যাবে কি? গাণিতিক যুক্তি দাও





চেনা হোক প্রতিটি মুখ,শিক্ষার আয়না।

No comments

Powered by Blogger.