Science Therapy

SSC Math Suggestion 2019 For All Board | Short And Final 95%+ Common | এস এস সি গণিত সাজেশন ২০১৯



            পরিমিতি
        সুপার সাজেশন

১.একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২০০০ বর্গ.মি।যদি দৈর্ঘ্য 10  মি. কম হত তাহলে এটি বর্গক্ষেত্র হতো।
ক) ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল সূত্র লিখ?
খ) আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর?
গ) একটি সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের সমান এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 30 মি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?

২)
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 30 মি এবং প্রস্থ 20 মি.। বাগানের ভিতরে সমান পাড়বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এক - তৃতীয়াংশ।
ক) বাগানের পরিসীমা নির্ণয় কর।
খ) পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
গ) একটি সুষম অষ্টভুজাকার ক্ষেত্রের পরিসীমা বাগানটির পরিসীমার সমান হলে অষ্টভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
৩) ABCD একটি সামন্তরিক।এর সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 12সে.মি এবং 8 সে.মি।  ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 10 সে.মি।
ক) উপরের তথ্যের ভিত্তিতে চিত্র আক?
খ) সামন্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য কত?
গ) সামন্তরিকের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল কত?

৪) একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60মি এবং প্রস্থ 40 মি.। বাগানের ভিতরে চারদিকে সমান পাড়বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এক - তৃতীয়াংশ।
ক) বাগানের কর্ণের দৈর্ঘ্য কত?
খ) পুকুরের পরিসীমা কত?
গ) পুকুরের পরিসীমার সমান বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের মাঝে 30 সে.মি বর্গাকার টালি দিয়ে বাঁধাতে কয়টি টালি লাগবে?

৫) একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির একটি অন্যটি অপেক্ষা 4 মি বড় এবং তাদের মধ্যে লম্ব দুরত্ব 8 মি.।  ট্রাপিজিয়াম ক্ষেত্রফল 112 বর্গমিটার।
ক) ট্রাপিজিয়ামেরর চিত্র আঁক এবং এর ক্ষেত্রফল কত?
খ) সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য কত?
গ) এর তীর্যক বাহুদ্বয় পরস্পর সমান হলে তাদের দৈর্ঘ্য কত?

৬) একটি সমবাহু ত্রিভুজের প্রত্যােক বাহুর দৈর্ঘ্য 1 মি. বাড়ালে ক্ষেত্রফল 3 ৩ বর্গমিটার বেড়ে যায়।

ক)সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মি. হলে এর ক্ষেত্রফল কত?

খ) সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।
গ) সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মি. বাড়ালে ক্ষেত্রফল 63 বর্গ মি. বৃদ্ধি পাবে।

৭.
একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সে.মি এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 কোণ উৎপন্ন করে।
ক) বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় কর?
খ) একটি বর্গর ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান হলে বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য কত?
গ) বৃত্তটিতে অন্তলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।

৮.)একটি বৃত্তাকার মাঠের চতুূদিকে বাইরে একটি পাকা রাস্তা ও ভিতরে একটি কাঁচা রাস্তা আছে।মাঠের বাইরে পরিধি ভিতরে পরিধি অপেক্ষা 44 মি.  বেশি এবং কাঁচা রাস্তার প্রস্থ 2 মি.।
ক) উদ্দীপকে আলোকে জ্যামিতিক চিত্র আঁক?
খ) পাকা রাস্তার প্রস্থ কত?
গ) বৃত্তাকার মাঠের ব্যাস 26 মি. হলে, কাঁচা রাস্তার ক্ষেত্রফল কত?
৯.
একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান।বৃত্তটির পরিধি 220 মি.।
ক) বৃত্তটির ব্যাস কত?
খ) বুত্তে অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
গ) বৃত্ত ও ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত কত?












চেনা হোক প্রতিটি মুখ,শিক্ষার আয়না।

No comments

Powered by Blogger.