Science Therapy

SSC Physic Suggestion-2019

পদার্থ-এস.এস.সি
এম.
গতি অধ্যায় 
এস সাজেশন-২০১৯
গতি সৃজনশীল
১) একটি গাড়ি স্হির অবস্হান হতে যাত্রা শুরু করে 6 sec সময় পর্যন্ত 2 ms-2 সুষম ত্বরণে চলার পর 1min সমদ্রুতিতে চলে।
ক) মন্দন কী?
খ) দেখাও যে, বল একটি লব্দি রাশি
গ) সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।
ঘ) যদি উদ্দীপকে সম্পূর্ণ দূরত্ব 2ms-2 ত্বরণে অতিক্রম করত তবে মোট কত সময় লাগত?
২)80 kg ভরের হরিণ 72 kmh-1 সুষম বেগে চলার সময় 75m পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 kg ভরের একটি বাঘ 1.5 ms-2 সুষম ত্বরণে 30s যাবত হরিণকে তাড়া করলো।
ক)বেগ কাকে বলে?
খ)কোনো বস্তুর গতি 4ms-1 বলতে কী বুঝ?
গ) দৌড় শুরুর 10সেকেন্ড পর বাঘটির গতিশক্তি কত?
ঘ)বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি?গাণিতিক যু্ক্তি দাও
৩)
সময় ঃ-0 8 16 24 32. 40 48
বেগ ঃ-0 4 8 8 8 4 0
ক) মাত্রা কাকে বলে?
খ) তাৎক্ষনিক দ্রুতি বলতে কি বুঝ?
গ) গাড়িটি দ্রুতি বলতে কি বুঝ? ব্যাখা কর।
ঘ) উদ্দীপকের তথ্য আলোকে লেখচিত্র অঙ্কণ কর এবং বেগের প্রকৃতি বিশ্লেষণ কর
৪) বেগঃ 0 10 20 30 40 50 60
সময় ঃ0 4 8 12 16 20 24
ক)বিভব শক্তি কাকে বলে?
খ) বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্হানে বিভিন্ন হয় কেন?
গ) উদ্দীপকে তথ্যের অালোকে ৬ ষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত?
ঘ) প্রদত্ত তথ্যের  অালোকে লেখচিত্র আক এবং ঢাল নিণয় কর।
৫) একটি ট্রেন স্হির অবস্হান থেকে যাত্রা শুরু করে সমত্বরণে 1মিনিট চলার পর 30 ms-1  বেগ প্রাপ্ত হয়। এরপর ট্রেনটি সুষম বেগে চলে 250 m দূরত্ব অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক কষল এবং সুষম মন্দনে চলে 125 m দূরত্বে গিয়ে থেমে গেল।
ক) সরণ কাকে বলে?
খ) সরল দোলকের গতি স্পন্দন৷ গতি কেন?
গ) ট্রেনটির প্রথম 1মিনিটে ত্বরণ কত?
ঘ) ট্রেনটির সুষম বেগে ও সুষম মন্দনে চলার সময় একই না ভিন্ন হবে বিশ্লেষণ কর।
৬) সাদেক মোটর সাইকেল নিয়ে তার বন্ধু দিপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো।
তাদের মোটর সাইকেল স্হির অবস্হা থেকে 10 সেকেন্ড এ 72kmh-1 বেগ প্রাপ্ত হলো।অতঃপর সমবেগে 2 km পথ অতিক্রম করে।
ক) সরণ কত?
খ) বেগ ও দ্রুতির মধ্যে দুটি পার্থক্য কত?
গ) সাদেকের মোটর সাইকেলটির ত্বরণ কত?
ঘ) সাদেক উক্ত ত্বরণের অর্ধেক৷ ত্বরণে সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌছাত।গাণিতিক ভাবে যুক্তি দাও
৭)একটি বস্তু স্হির অবস্হান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে।।
ক) ত্বরণ কাকে বলে?
খ) সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন?
গ) 15 সেকেন্ডে পর বস্তুটির বেগ কত?
ঘ) পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে?  গাণিতিক ভাবে যুক্তি দাও
কাজ ক্ষমতা শক্তি
১) 250g ভরের একটি বস্তুকে 49 ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো।
ক) কর্মদক্ষতা কাকে বলে?
খ) ভূ-তাপীয় শক্তিকে কীভাবে ব্যবহার করা যায়? ব্যাখা কর।
গ) সর্বোচ্চ উচ্চতায় উঠাতে বস্তুটির কত সময় লাগবে?
ঘ) দেখাও যে, নিক্ষেপের শুরুতে বস্তুটির মোট শক্তি, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তির সমান।
২)
ক) গতিশক্তি কাকে বলে?
খ) ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় কীভাবে শক্তির রূপান্তর ঘটে?  ব্যাখা কর
গ) বস্তুটিকে কত বেগে ভূমিতে আঘাত করবে?
ঘ) B বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে-গাণিতিকভাবে যু্ক্তি দাও
ঢাবি*১৭।।
৩)একটি 1.5HP ক্ষমতার ইঞ্জিন দ্বারা 20m উচ্চতায় অবস্হিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংক 30 মিনিটে পূর্ণ করতে পারে।
2HP ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 3000 kg  ইট ঐ উচ্চতায় 25 মিনিটে তুলতে পারে।
ক) কাজ কালে বলে?
খ) বিভবশক্তি বলতে কি বুঝ?
গ) প্রথম ইঞ্জিন দ্বারা কৃতকাজ কত?
ঘ) ইঞ্জিনদ্বয়ের কর্মক্ষমতার অনুপাত কত?গাণিতিক।
৪) রাবি -১৭
বস্তুটিকে A অবস্হান থেকে মুক্তভাবে ছেড়ে দেয়া হল।
ক)অভিকর্ষজ বিভব শক্তি কাকে
খ) বায়োমাস কে শক্তির বহুমুখী উৎস হিসাবে বিবেচনা করা হয় কেন?
গ) ভুমি  থেকে A বিন্দুতে বস্তুটির উঠাতে যদি ২ মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিলো।।
ঘ) B & C বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কি?  গাণিতিক ভাবে যু্ক্তি দাও।
৫) রাবি-১৬.
ক) কর্মদক্ষতা কাকে বলে?
খ) বিভব শক্তি কিসের উপর নিভরশীল?  ব্যাখা কর।
গ)বস্তুটি A থেকে C তে আসতে কত সময় লাগবে?
ঘ) A & C বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় -গাণিতিক যুক্তি দাও
৬)15kw এর একটি মোটর ২ কুইন্টাল পানি 1 মিনিটে 300 m
উঁচুতে উঠাতে পারে।
ক) সুষম বেগ কাকে বলে?
খ) চলন গতি ও ঘুর্ণন গতির পার্থক্য লিখ
গ) মোটরটির কার্যকর ক্ষমতা কত?
ঘ) মোটরটির কর্মদক্ষদা 5%  বৃদ্ধি হলে ব্যায়িত শক্তির কী পরিমাণ পরিবর্তন হবে- গাণিতিক ভাবে বিশ্লেষণ কর।
৭) রহিমের ভর 30 কেজি & করিমের ভর 20 কেজি। একটি দৌড় প্রতিযোগিতায় রহিম 5ms-1এবং করিম 6 ms-1 বেগে দৌড়ায়। এ বেগ অর্জন করতে কৃতকাজই তাদের গতিশক্তি।
ক) কাজের মাত্রা লিখ?
খ)গতিশক্তি কখনো ঋণাত্বক হয় না?  ব্যাখা কর
গ) দৌড়ের সময় কার গতিশক্তি কম ছিল?
ঘ) যদি রহিম ও করিমের ভরবেগ সমান হতো তাহলে কার গতিশক্তি অপেক্ষাকৃত বেশি হত? বিশ্লেষণ কর।
৮)

চবি-১৬
ক) কাজ কাকে বলে?
খ) বলের বিরুদ্ধে কাজ বলতে কী বুঝ?
গ) A বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত বেগে C বিন্দুতে নেমে আসবে?
ঘ) ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি  গতিশক্তির সমান হবে -গাণিতক বিশ্লেষণ কর।
অথবা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুন হবে -গাণিতক বিশ্লেষণ কর।
প্রশ্ন প্রণয়ণেঃ
মোবাশশারা মুনতাহিন মর্তুজা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
মোবাইল:-017700-93235

ভিন্নরকম একাডেমিক কেয়ার,বাগান
বিষয়ঃ গণিত সময়ঃ- ১ ঘন্টা।








চেনা হোক প্রতিটি মুখ,শিক্ষার আয়না।

No comments

Powered by Blogger.